নিজস্ব প্রতিবেদক:
শেরপুরে মাসব্যাপী বালকদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, জেলা প্রশাসনের সহযোগিতায়।
২০২৪-২৫ অর্থবছরের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ছিল জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কার্যক্রমের একটি উল্লেখযোগ্য উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. হাফিজা জেসমিন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার বিপ্লব চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নাত আলী, ফরিদ আহমেদ নান্নু, সাংবাদিক মো. রফিক মন্ডল এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ রফিউল করিম মনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বাদল হক, স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ ভবিষ্যতের ফুটবল প্রতিভা গড়তে সহায়ক হবে।