রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ থেকে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির মতো দীর্ঘদিনের সমস্যাগুলো চিরতরে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে “জুলাই পদযাত্রা” চলাকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি বলেন,
“শুধু শেখ হাসিনার সরকার চলে যাওয়াই যথেষ্ট নয়—যেকোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তারা যদি একই অন্যায় করে, তাও আমরা মেনে নেব না। আর কাউকে দেশের মানুষকে দুর্নীতি, অব্যবস্থাপনা ও নিপীড়নের ফাঁদে ফেলতে দেওয়া হবে না।”
নাহিদ ইসলাম আরও বলেন,
“গত ১৫ বছরে ফ্যাসিস্ট শাসনের অধীনে মানুষ স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা এবং প্রশাসনিক জুলুমে বিপর্যস্ত ছিল। সেই বাস্তবতা থেকে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে। আমরা জনগণের কাছে যাচ্ছি, কথা বলছি, নতুন স্বপ্ন দেখাচ্ছি।”
তিনি জানান, ২০২৪ সালে সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন, গুলিবর্ষণ ও গ্রেফতার গণতন্ত্রের পরিপন্থী ছিল।
“ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ১ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ১৫ হাজার আহত হন। সেই রক্তের ঋণ ভুলে গেলে চলবে না।”
তিনি বলেন,
“৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে লাখো জনতা গণভবন ঘেরাও করে। সেই গণচাপে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ২০২৪ সাল আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতার বছর।”
‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে কুজাইল বাজারে আয়োজিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন—
এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা
নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন
রাণীনগর উপজেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষারসহ স্থানীয় নেতা-কর্মীরা।