আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার খরতৈল হিন্দুপাড়া এলাকায় চাঁদা না দেওয়ার জেরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রহমান বাদী হয়ে ছাত্রদল নেতাসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ জুন বিকেল সাড়ে ৬টার দিকে আসামি মিরাজ ও মুন্না খান ভুক্তভোগীর বাড়ির সামনে গিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বজলুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা মোবাইলে আরও লোক ডেকে এনে লোহার রড দিয়ে বাড়িতে হামলা চালায়। এতে নিচে রাখা একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ভেঙে ফেলা হয় এবং ঘরের ভেতরে আলমারি, ক্যাবিনেট, জানালার কাচ ভাঙচুর করা হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা শয়নকক্ষে ঢুকে স্টিলের আলমারি থেকে নগদ ৬ লাখ টাকা এবং আনুমানিক ১১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ভুক্তভোগী বজলুর রহমান জানান, “আসামি মিরাজ ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ড করে। আমার বাড়ির দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু হলে সে রড-সিমেন্ট সরবরাহ করতে চায়। আমি নিজে দায়িত্বে থাকায় সে চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ায় দলবল নিয়ে হামলা চালায়।”
অভিযুক্ত মিরাজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”