1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ক্ষুদ্র চাষী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিলেন স্কুলছাত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ময়মনসিংহ মেডিকেলে রাজশাহীর বাঘায় এইচটিআই’র উদ্যোগে ৩২৫ শিক্ষার্থীর জন্য ফ্রি দাঁতের চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প বরিশালে শ্রমিক দলের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল, সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ নান্দাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ মেলা ও রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার নান্দাইলে অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার, শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের আলেম ও দেশসেবক দেখেন তিনি পঞ্চগড়ে স্বামীকে হ’ত্যা’র অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় পুলিশ ঝিনাইগাতীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাগিনীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করলেন খালু, আলামত নষ্টে নার্স জড়িত – ধর্ষক গ্রেফতার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, দেড়শ শিক্ষার্থীর হতাহতের আশঙ্কা বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে স্বামীকে হ’ত্যা’র অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় পুলিশ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে স্বামী মোস্তফিজুর রহমানকে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের, তদন্তে নেমেছে পুলিশ।
পঞ্চগড়ে স্বামী মোস্তফিজুর রহমানকে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের, তদন্তে নেমেছে পুলিশ।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার তুলারডাঙ্গা গ্রামে স্বামী মোস্তফিজুর রহমান দুলাল (৩৫) হত্যার অভিযোগে স্ত্রী ফেরদৌসি আক্তার জবা (৩০) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (২০ জুলাই) নিহত দুলালের মা মোছাঃ মর্জিনা বেওয়া পঞ্চগড় সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে নিহতের স্ত্রী জবা, তার ভাই তানভির হোসেন তনি (৩৫), বোন ফাইজা আক্তার (২৩), ও মা মোছাঃ তনজিনা আক্তার (৬৫)। এরা সবাই সদর উপজেলার মিলগেট ইসলামপুর এলাকার বাসিন্দা।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশের ময়নাতদন্ত রংপুরে সম্পন্ন হচ্ছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ বছর আগে মোস্তফিজুর রহমান দুলালের সঙ্গে ফেরদৌসি আক্তার জবার বিয়ে হয়। তাদের ঘরে ১০ বছর ও ২ বছরের দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর দুলাল নিজের মায়ের বাড়ি বিক্রি করে শ্বশুরবাড়ির পাশে বসতঘর তৈরি করে স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে দুলালের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়। ১৮ জুলাই (শুক্রবার) সকালে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৭ জন দুলালের বাড়িতে গিয়ে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়।

দুলালের মুখ, বুক, পেট, পা, বাম হাত, কাঁধ ও থুতনিতে আঘাতের দাগ পাওয়া যায়। এমনকি তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টাও করা হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রংপুরে নেওয়ার পর দুলালকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

ভিকটিমের মা মর্জিনা বেওয়া বলেন, “ছেলেকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

মোস্তফিজুর রহমানের বড় বোন কুলসুমও হত্যাকাণ্ডের অভিযোগ এনে বলেন, “ভাইয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এটি আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা।”

জানা গেছে, অভিযুক্ত ফেরদৌসি আক্তার জবা পঞ্চগড় সদর হাসপাতালে স্টোর কিপার হিসেবে এবং তার ভাই তানভির হোসেন তনি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত। ঘটনার পর তাদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

এলাকাবাসী এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট