1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ক্ষুদ্র চাষী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিলেন স্কুলছাত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ময়মনসিংহ মেডিকেলে রাজশাহীর বাঘায় এইচটিআই’র উদ্যোগে ৩২৫ শিক্ষার্থীর জন্য ফ্রি দাঁতের চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প বরিশালে শ্রমিক দলের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল, সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ নান্দাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ মেলা ও রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার নান্দাইলে অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার, শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের আলেম ও দেশসেবক দেখেন তিনি পঞ্চগড়ে স্বামীকে হ’ত্যা’র অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় পুলিশ ঝিনাইগাতীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাগিনীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করলেন খালু, আলামত নষ্টে নার্স জড়িত – ধর্ষক গ্রেফতার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, দেড়শ শিক্ষার্থীর হতাহতের আশঙ্কা বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আশাবাদ আলী রীয়াজের

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বক্তব্য দিচ্ছেন সহসভাপতি আলী রীয়াজ, ২১ জুলাই, ফরেন সার্ভিস একাডেমি, ঢাকা।
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ চাপিয়ে দেওয়া হবে না, বরং সম্মতির ভিত্তিতে বাস্তবায়নের দিকেই এগোচ্ছে কমিশন। সহযোগিতা অব্যাহত থাকলে আগামী ১০ দিনের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। অধিকাংশ বিষয়ে এখন কমিশন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মৌলিক ঐকমত্য তৈরি হয়েছে। এখন শুধু দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিই বাকি। আগামী ১০ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত রূপরেখায় পৌঁছাতে চাই।”

কমিশনের সদস্য হিসেবে এদিন আলোচনায় উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক সফর রাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

জাতীয় সনদ প্রণয়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক চুক্তির ভিত্তি তৈরির উদ্দেশ্যে কমিশন কাজ করছে। আলোচনার এই অগ্রগতি রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট