1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধ/র্ষ/ণ মামলায় ধ-র্ষ-ক গ্রেফতার শেরপুরে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের দায়ে দুই যুবকের ২ বছরের কারাদণ্ড টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানায় টাস্কফোর্সের অভিযান, জব্দ ৩ হাজার কেজি পলিথিন রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় ৫০০ ফলদ গাছের চারা রোপণ পঞ্চগড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও মামলা, সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মধুপুরে কৃষি ও পরিবেশ সচেতনতায় সেমিনার, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭.৬৩ শতাংশ, মেয়েদের সাফল্য বেশি ছাত্রদল নেতা সোহেল রানার আশু রোগমুক্তির জন্য দোয়ার আহ্বান শেরপুর সীমান্তে সাড়ে উনিশ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ পলাশবাড়ীতে ট্রমা সেন্টার বা বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে এলাকাবাসীর জোরালো আবেদন

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে ব্যবসায়ীর মানববন্ধন ঘিরে বিতর্ক

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
ছবি প্রতিনিধি

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে এক তৈল ব্যবসায়ীর আয়োজিত মানববন্ধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে—এই মানববন্ধনের মাধ্যমে ছাত্রদল নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন স্থানীয় তৈল ব্যবসায়ী বজলুর রহমান। স্থানীয়দের দাবি, মানববন্ধনে বজলুর রহমান ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগ নেতারাও অংশ নেন। এতে এলাকাজুড়ে রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ বলেন, “ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম খান দীর্ঘদিন ধরে দলে সক্রিয়। তাকে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা মামলা এবং বিতর্কিতদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে।”

ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম খান জানান, “আমি রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে একাধিকবার হয়রানির শিকার হয়েছি। এখন একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও অপপ্রচার চালিয়ে ফায়দা লুটতে চাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করি।”

অন্যদিকে মানববন্ধনের আয়োজক বজলুর রহমান বলেন, “আমার বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। এতে ছাত্রলীগ নেতাদের উপস্থিতির অভিযোগ সঠিক নয়।”

স্থানীয় সূত্র বলছে, মিরাজুল ইসলাম খান গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। পারিবারিক কারণে ব্যবসা দেখাশোনার সময় বজলুর রহমানের সঙ্গে তার সম্পর্ক ছিল। একপর্যায়ে কাজ না দেওয়া ও অর্থনৈতিক বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা মারামারিতে রূপ নেয়। এরপর ৩০ জুন বজলুর রহমান টঙ্গী পশ্চিম থানায় মিরাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “মানববন্ধনের বিষয়ে পরে জেনেছি। সেখানে নিষিদ্ধ কোনো ছাত্রলীগ নেতা ছিলেন কিনা, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট