মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা উত্তর কাটাবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। বন বিভাগ জানায়, দুষ্কৃতিকারীদের ফাঁদ হিসেবে পাতা জেনারেটরের সংযোগযুক্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় হাতিটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, “১৫ বছর বয়সী একটি মাদি হাতি জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে গিয়ে হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎপৃষ্ট বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দোষীদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিজমির ফসল রক্ষায় অনেক কৃষক বৈদ্যুতিক বাতির মাধ্যমে জমি পাহারা দিয়ে থাকেন। এ কারণে সীমান্তবর্তী নাকুগাঁও এলাকা থেকে আসা ৮-১০টি হাতির একটি দল উত্তর কাটাবাড়ি এলাকায় প্রবেশ করলে একপর্যায়ে একটি হাতি ফাঁদে পা দিয়ে মারা যায়। হাতির মৃত্যুর পর আশপাশের বন্য হাতিগুলো চিৎকার করতে থাকে, এতে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে বন বিভাগকে খবর দেয়।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় এই ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগ আইনগতভাবে নিষিদ্ধ হলেও কিছু অসাধু ব্যক্তি তা অমান্য করে ফাঁদ পাতায় জড়িয়ে পড়ছেন। বন বিভাগ জানিয়েছে, এই ঘটনায় দায়ীদের শনাক্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।