মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বুধবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২৫০ জন উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীর প্যাকেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন দোস্ত এইড সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, পিআরও মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার সৈকত মিয়া, আইটি ম্যানেজার সম্রাট বাবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা। তারা বলেন, এই ধরনের সহযোগিতা তাদের জীবনে এক গভীর স্বস্তি এনে দেয়।
প্রধান অতিথি ইউএনও মো. মাসুদ রানা বলেন, “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি যে মানবিক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সংস্থাটি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে সহায়তা করছে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একটি ইতিবাচক ভূমিকা রাখছে।” তিনি বকশীগঞ্জে এই ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।