অফিসের নিয়ম অনুযায়ী ঋণ প্রদান ও আদায় করি, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান — মাঠ সহকারী মমিন মিয়া
মনিরুজ্জামান লিমন বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মো. মমিন মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই সম্মেলনের আয়োজন করেন ব্যাংকের মাঠকর্মীরা।
লিখিত বক্তব্যে মমিন মিয়া বলেন, স্থানীয় নৈশ প্রহরী হুমায়ুন কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। এতে করে তার ব্যক্তিগত ও ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও বলেন, অফিসের নিয়ম অনুযায়ী যোগ্যতাসম্পন্ন ভোটারদের মধ্যেই ঋণ বিতরণ করা হয় এবং আদায় করা হয়। অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে পল্লী সঞ্চয় ব্যাংকের অন্যান্য মাঠ সহকারীরাও উপস্থিত ছিলেন।