সাইফুল আলম দুলাল
স্টাফ রিপোর্টার:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে বিষপান করে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার নামে ১০ম শ্রেণির এক ছাত্রী।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকা নেওয়ার পথে গাজীপুরের মাওনা এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার। এর আগে গত রবিবার (২৯ জুন) বিষপানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুমাইয়ার বাড়ি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামে। সে স্থানীয় রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা সাহাব উদ্দিন একজন দিনমজুর, মা জোছনা আক্তার গৃহিণী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নিলাম্বরখিলা গ্রামের এইচএসসি পরীক্ষার্থী পূর্ণ নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমাইয়ার। কিন্তু সম্প্রতি পূর্ণ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে অন্য এক তরুণীর সঙ্গে জড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাশ হয়ে সুমাইয়া আত্মহত্যার পথ বেছে নেয় বলে পরিবারের দাবি।
সুমাইয়ার মা জোছনা আক্তার বলেন, “মেয়েই ছিল আমার সব। সে পূর্ণকে ভালোবাসতো। এখন আমার মেয়েকে মাটি দিলাম, আমি এর বিচার চাই।”
পরিবারের দাবি, মৃত্যুর আগে সুমাইয়া দুটি চিঠি লিখে গেছে, যেখানে পূর্ণের দূরে সরে যাওয়ার কষ্ট এবং অন্য মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয় উল্লেখ ছিল।
স্থানীয়দের ধারণা, সুমাইয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করে। তবে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”