বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলসকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল বাশার বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মো. নাসির উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আল আমিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কলসকাঠী বিএম একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি মো. হাসান ইমাম খোকন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলালসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
সভায় আগামী সম্মেলনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, একতা ও কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে কেন্দ্রীয় আন্দোলনের সাথে একাত্মতা গড়ে তুলতে হবে।
এটি ছিল একটি অংশগ্রহণমূলক ও উৎসাহব্যঞ্জক প্রস্তুতি সভা, যা বিএনপির সাংগঠনিক তৎপরতাকে আরও বেগবান করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।