শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খুলনার পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (২১ জুলাই) উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন। তিনি জানান, “সবুজ বনায়ন ও টেকসই কৃষি সমৃদ্ধির লক্ষ্যে সরকার ২০২৪-২৫ অর্থবছরে দেশজুড়ে কৃষি প্রণোদনার আওতায় এসব চারা ও উপকরণ বিতরণ করছে।”
প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬০০ জন শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকের মাঝে ৪টি করে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়। ১০০ জন কৃষককে দেওয়া হয় ৫টি করে আমগাছের চারা এবং ১২৫ জন কৃষক পান ৫টি করে লেবুর চারা ও জৈব সার। এছাড়া ৪৫ জনকে ৪টি করে তালের চারা ও সাথে প্রয়োজনীয় বেড়া প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিৎ দাশ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুন্ডু, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ তুহিন, দেবদাস রায়, মো. এনামুল হক, ইয়াসিন আলী খান, শরিফুল ইসলাম, মৃণাল সরকার, আকরাম হোসেন, এস এম মফিজুল ইসলাম, ফয়সাল আহমেদ, রুবাইয়া খাতুন, মো. আতাউল্লাহ, কমলেশ দাশ, তাপস সরকার, সোহাগ ও নাহিদ হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
এ সময় ইউএনও মাহেরা নাজনীন বলেন, “সরকার শুধু কৃষি নয়, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কৃষকের পাশে দাঁড়িয়েছে। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে শুধু খাদ্য উৎপাদনই নয়, বরং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পাইকগাছাও গড়ে তোলা সম্ভব হবে।”
অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও শিক্ষার্থীরা এই বিনামূল্য চারা ও সার পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।