আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজার থেকে ১৯ বস্তা সরকারি টিসিবির চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
প্রশাসন সূত্রে জানা যায়, ওইদিন ইউএনও ফারজানা আক্তার ববি মরাখালি বাজারে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম পরিদর্শনে যান। এ সময় বিক্রয়স্থলের বিপরীতে এক বন্ধ দোকানের সামনে রাখা খালি জায়গায় সন্দেহজনকভাবে রাখা ১৯ বস্তা চাল দেখতে পান তিনি।
স্থানীয়রা জানান, টিসিবির কার্ডধারীরা পণ্য প্যাকেজ সংগ্রহের পর এসব চাল বিক্রি করে দেয়। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে জড়িত ব্যক্তিরা সরে পড়ে। জিজ্ঞাসাবাদেও কেউ ক্রেতা বা বিক্রেতাদের নাম জানায়নি।
পরবর্তীতে ইউএনও ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দের নির্দেশ দেন। এসময় তার সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও কার্যালয়ের কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও ফারজানা আক্তার ববি জানান, “সরকারি টিসিবির চাল যেভাবে অবৈধভাবে জমা করা হয়েছিল, তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”
উল্লেখ্য, টিসিবির পণ্য বিশেষ করে চাল, ডাল, তেল—কমমূল্যে নির্ধারিত কার্ডধারীদের মাঝে বিতরণের কথা থাকলেও অনেক সময় এই পণ্য বাজারে কৌশলে বিক্রি করে দেওয়া হয়, যা নিয়ম বহির্ভূত। উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।