শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিরা পালিয়ে গেলেও মাছ উদ্ধার করে তা নিলামে বিক্রি করে অর্থ জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে।
মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতে পাচারের সময় ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়নের বারোমারী বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ১২ হাজার ৬০০ টাকা।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের দিকনির্দেশনায় বারোমারী বিওপির সদস্যরা দাওধারা সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানে তারা দেখতে পান, একদল চোরাকারবারি অভিনব পদ্ধতিতে শিং মাছ ভারতে পাচার করার চেষ্টা করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাছ ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত ৬৩ কেজি শিং মাছ দ্রুত পচনশীল হওয়ায় শেরপুর কাস্টমস অফিসের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে মাছগুলোর দাম নির্ধারণ করা হয়। পরে মাছগুলো ১২ হাজার ৬০০ টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়া হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “বিজিবি শুধুমাত্র মাদক ও অস্ত্র চোরাচালান রোধেই নয়, পশু, মাছ, খাদ্যদ্রব্যসহ যেকোনো প্রকার অবৈধ সীমান্ত পাচার প্রতিরোধে সদা জাগ্রত রয়েছে। সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি।”
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে মাছ ও অন্যান্য দ্রব্য ভারতে পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির তৎপরতায় এসব অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে, যা সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা এবং জবাবদিহিমূলক ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে আশ্বাস তৈরি করছে। সীমান্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম প্রসংশিত হচ্ছে।