1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে রমজান আলীর ২ মাসের কারাদণ্ড ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ, শেরপুর সীমান্তে বিজিবির সাফল্য রাজশাহীর বাঘায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন গ্রেফতার বকশীগঞ্জে সাংবাদিক লিমনের নামে আওয়ামী আইনজীবীর মিথ্যা মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি: অসহায় মানুষের কণ্ঠ শুনলেন ডিসি তরফদার মাহমুদুর রহমান শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা গ্রেফতার নালিতাবাড়ীতে মরাখালি বাজারে ১৯ বস্তা সরকারি টিসিবির চাল জব্দ বাকেরগঞ্জে জামাল খান হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ মাইলস্টোনে হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, দুই স্কুলছাত্রী কন্যা আহত

শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা গ্রেফতার

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
শেরপুরের শিমুলতলী এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকে গ্রেফতার করছে র‌্যাব সদস্যরা।
শেরপুরের শিমুলতলী এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকে গ্রেফতার করছে র‌্যাব সদস্যরা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল রানা (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সোহেল রানা সদর উপজেলার টিকারচর এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম।

র‌্যাবের কর্মকর্তারা জানান, শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তারা মো. সোহেল রানাকে শনাক্ত ও আটক করতে সক্ষম হন। সোহেল রানা শেরপুর জেলার পারিবারিক মোকদ্দমা নং-৮৭/২০১৭ এবং সিআর-৮৭/১৭, প্রসেস নং-২৫৬/২৪ অনুযায়ী এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আদালত কর্তৃক তার বিরুদ্ধে সাজা ঘোষণা হলেও তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার পরিচয় এবং সাজার বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে বুধবার সকালে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযান আরও জোরদার করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা এক সময় এলাকায় সক্রিয় থাকলেও আদালতের রায় ঘোষণার পর থেকেই আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে অন্যান্য মামলার অভিযোগও রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের এই সাফল্যে এলাকায় স্বস্তি বিরাজ করছে। দীর্ঘদিন পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের এ ধরনের অভিযান আরও চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং প্রযুক্তি ব্যবহার করে এখন পলাতক আসামিদের খুঁজে বের করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। ফলে অপরাধ করে দৃষ্টির আড়ালে থাকার সুযোগ দিন দিন কমে আসছে।

Ask ChatGPT

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট