1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ এম হাসান ইমাম খোকন ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণের পথে পঞ্চগড়ে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ, এলাকায় উত্তেজনা নালিতাবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে রমজান আলীর ২ মাসের কারাদণ্ড ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ, শেরপুর সীমান্তে বিজিবির সাফল্য রাজশাহীর বাঘায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন গ্রেফতার বকশীগঞ্জে সাংবাদিক লিমনের নামে আওয়ামী আইনজীবীর মিথ্যা মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি: অসহায় মানুষের কণ্ঠ শুনলেন ডিসি তরফদার মাহমুদুর রহমান শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা গ্রেফতার

বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ, এলাকায় উত্তেজনা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা।
বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা।

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধীয় সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকায় উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ খলিফাবাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মো. রেজাউল করিম ও তার পিতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, দুধলমৌ মৌজার জে.এল. নং ৪৯ এর খলিফাবাড়ি এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। একই সঙ্গে আদালতে এ সম্পর্কিত একটি মামলা বিচারাধীন রয়েছে।

বাদী মো. জাফর হাওলাদার অভিযোগ করেন, ১১ জুলাই শুক্রবার থেকে রেজাউল করিম আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় ৭১ শতাংশ জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে ২২ জুলাই তিনি আদালতের শরণাপন্ন হন এবং ফৌজদারি কার্যবিধির ১৪৪/৪৫ ধারায় আবেদন করেন। আদালত তখন সংশ্লিষ্ট জমিতে সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই (নিঃ) মো. নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে বিবাদীপক্ষকে আদালতের আদেশ জানিয়ে নির্মাণকাজ বন্ধের নোটিশ প্রদান করেন। কিন্তু তদন্ত কর্মকর্তার চলে যাওয়ার পরপরই রেজাউল করিম ফের নির্মাণকাজ শুরু করেন, যা সরাসরি আদালতের আদেশ লঙ্ঘন।

স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবে স্থাপনা নির্মাণ করায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভীতি তৈরি হয়েছে।

বাদী মো. জাফর হাওলাদার সংশ্লিষ্ট প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করে বলেন, আদালতের আদেশ অমান্য করে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে তা দ্রুত স্থগিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট