বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধীয় সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকায় উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ খলিফাবাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মো. রেজাউল করিম ও তার পিতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, দুধলমৌ মৌজার জে.এল. নং ৪৯ এর খলিফাবাড়ি এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। একই সঙ্গে আদালতে এ সম্পর্কিত একটি মামলা বিচারাধীন রয়েছে।
বাদী মো. জাফর হাওলাদার অভিযোগ করেন, ১১ জুলাই শুক্রবার থেকে রেজাউল করিম আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় ৭১ শতাংশ জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে ২২ জুলাই তিনি আদালতের শরণাপন্ন হন এবং ফৌজদারি কার্যবিধির ১৪৪/৪৫ ধারায় আবেদন করেন। আদালত তখন সংশ্লিষ্ট জমিতে সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেন।
বাকেরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই (নিঃ) মো. নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে বিবাদীপক্ষকে আদালতের আদেশ জানিয়ে নির্মাণকাজ বন্ধের নোটিশ প্রদান করেন। কিন্তু তদন্ত কর্মকর্তার চলে যাওয়ার পরপরই রেজাউল করিম ফের নির্মাণকাজ শুরু করেন, যা সরাসরি আদালতের আদেশ লঙ্ঘন।
স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবে স্থাপনা নির্মাণ করায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভীতি তৈরি হয়েছে।
বাদী মো. জাফর হাওলাদার সংশ্লিষ্ট প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করে বলেন, আদালতের আদেশ অমান্য করে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে তা দ্রুত স্থগিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।