পঞ্চগড়ে SMEF-এর আয়োজনে ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষ হয়েছে। ৩৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার অংশগ্রহণে প্রশিক্ষণটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ।
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে সফলভাবে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SMEF)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও তাদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা।
২৩ জুলাই শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৩ জন উদ্যমী ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার বিকেলে পঞ্চগড় চেম্বার অফ কমার্স ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
প্রশিক্ষণ প্রদান করেন খ্যাতিমান প্রশিক্ষক মাহফুজুল হক মুকুল ও শারমিন আক্তার। তাঁরা ব্যবসায়িক পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্যোক্তা মনোভাব তৈরির ওপর বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা শুধু নতুন ধারণাই পাননি, বরং নিজেদের ব্যবসার জন্য কার্যকর পরিকল্পনাও তৈরি করতে পেরেছেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় চেম্বার অফ কমার্সের সহসভাপতি আব্দুস সামাদ পুলক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক নুরুজ্জামান বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবু হিরণ, সহসভাপতি রেজাউল করিম রেজা এবং প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “এই ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক। এতে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হয়, তেমনি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয়।” তাঁরা SMEF এবং চেম্বারের এ উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
এই প্রশিক্ষণ কর্মশালা শুধু একটি কোর্স নয়, বরং উদ্যোক্তাদের হাতে গড়া স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার একটি মঞ্চ হয়ে উঠেছে।