1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ এম হাসান ইমাম খোকন ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণের পথে পঞ্চগড়ে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ, এলাকায় উত্তেজনা নালিতাবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে রমজান আলীর ২ মাসের কারাদণ্ড ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ, শেরপুর সীমান্তে বিজিবির সাফল্য রাজশাহীর বাঘায় ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন গ্রেফতার বকশীগঞ্জে সাংবাদিক লিমনের নামে আওয়ামী আইনজীবীর মিথ্যা মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি: অসহায় মানুষের কণ্ঠ শুনলেন ডিসি তরফদার মাহমুদুর রহমান শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা গ্রেফতার

ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণের পথে পঞ্চগড়ে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে SMEF আয়োজিত ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ নিচ্ছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।
পঞ্চগড়ে SMEF আয়োজিত ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ নিচ্ছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

পঞ্চগড়ে SMEF-এর আয়োজনে ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষ হয়েছে। ৩৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার অংশগ্রহণে প্রশিক্ষণটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে সফলভাবে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SMEF)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও তাদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা।

২৩ জুলাই শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৩ জন উদ্যমী ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার বিকেলে পঞ্চগড় চেম্বার অফ কমার্স ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রশিক্ষণ প্রদান করেন খ্যাতিমান প্রশিক্ষক মাহফুজুল হক মুকুল ও শারমিন আক্তার। তাঁরা ব্যবসায়িক পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্যোক্তা মনোভাব তৈরির ওপর বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা শুধু নতুন ধারণাই পাননি, বরং নিজেদের ব্যবসার জন্য কার্যকর পরিকল্পনাও তৈরি করতে পেরেছেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় চেম্বার অফ কমার্সের সহসভাপতি আব্দুস সামাদ পুলক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক নুরুজ্জামান বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আবু হিরণ, সহসভাপতি রেজাউল করিম রেজা এবং প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “এই ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক। এতে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হয়, তেমনি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয়।” তাঁরা SMEF এবং চেম্বারের এ উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

এই প্রশিক্ষণ কর্মশালা শুধু একটি কোর্স নয়, বরং উদ্যোক্তাদের হাতে গড়া স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার একটি মঞ্চ হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট