1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরার বিমান দুর্ঘটনায় ২৭ শিক্ষার্থীর মৃত্যু: বরেন্দ্র প্রেসক্লাবের গভীর শোক ও তদন্তের দাবি পাইকগাছায় ক্ষুদ্র চাষী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করলো উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিলেন স্কুলছাত্রী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ময়মনসিংহ মেডিকেলে রাজশাহীর বাঘায় এইচটিআই’র উদ্যোগে ৩২৫ শিক্ষার্থীর জন্য ফ্রি দাঁতের চিকিৎসা ও সচেতনতামূলক ক্যাম্প বরিশালে শ্রমিক দলের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল, সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ নান্দাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষ মেলা ও রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও সারমিনা সাত্তার নান্দাইলে অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার, শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের আলেম ও দেশসেবক দেখেন তিনি পঞ্চগড়ে স্বামীকে হ’ত্যা’র অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা, ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় পুলিশ ঝিনাইগাতীতে বুদ্ধিপ্রতিবন্ধী ভাগিনীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করলেন খালু, আলামত নষ্টে নার্স জড়িত – ধর্ষক গ্রেফতার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, দেড়শ শিক্ষার্থীর হতাহতের আশঙ্কা

রাজশাহীতে পুলিশের ওপর হামলা করে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি। ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার পর আটক খুনের আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, বুধবার (২১ মে) ভোররাতে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম (৪৫) এবং আলম উদ্দিনের ছেলে ভুট্টু প্রামাণিক (৪২)।

ঘটনার পেছনের গল্প

গত ৪ এপ্রিল, রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাক প্রামাণিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। স্থানীয় জনতা আমিরুলকে আটক করে এবং পুলিশ এসে তাকে হেফাজতে নেয়ার সময় উত্তেজিত ১০০০ থেকে ১২০০ জন লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এই হামলার ফলে পুলিশ সদস্যরা আহত হন এবং অভিযুক্ত আসামি আমিরুলকে জনতা ছিনিয়ে নেয়। পরে সকাল ৭টার দিকে জনতা আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।

র‍্যাব জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি গোটা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করে।

তদন্ত ও গ্রেফতার অভিযান

ঘটনার পর বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিরা আত্মগোপনে চলে যায়। র‍্যাব-৫ এবং র‍্যাব-৭ যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকা থেকে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৫, রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন,

“সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী ও হত্যাকারীদের গ্রেফতারে র‍্যাব সর্বদা সক্রিয়। বাগমারা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

ঘটনার ভয়াবহতা এবং গণপিটুনির মাধ্যমে বিচারকার্য চালানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, ন্যায়বিচারের জন্য জনগণের আস্থা রাখতে হবে দেশের আইন ও বিচার ব্যবস্থার ওপর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট