নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ নম্বর জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে মিথ্যা মামলার মাধ্যমে এক পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মোসলিম উদ্দিন। তিনি বলেন, “আমার পিতা মৃত আঃ মতিন, ভাই সিদ্দিক মিয়া, আবু তাহের, হাবিবুর রহমান ও মোঃ বিল্লাল মিয়াসহ আমাদের পরিবারের বিরুদ্ধে একই গ্রামের মোঃ ইসহাক মিয়া (পিতা: আবুল কাশেম) সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। ২০২৩ সালের ৫ ডিসেম্বর নান্দাইল থানার সিআর মামলা নং-৩৬৯/২৩ অনুযায়ী আমাদের বিরুদ্ধে ৪০৬/৪২০/৫০৬/১০৯ ধারায় মামলা হয়। পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।”
তিনি আরও জানান, “পিবিআই-এর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান দীর্ঘ তদন্ত শেষে ২৩ মার্চ ২০২৪ তারিখে আদালতে রিপোর্ট দেন যে মামলার কোনো সত্যতা পাওয়া যায়নি। এরপরও ইসহাক মিয়া হুমকি, নির্যাতন ও প্রাণনাশের ভয় দেখিয়ে যাচ্ছে।”
মোসলিম উদ্দিন আরও অভিযোগ করেন, “বাদী পক্ষ আমাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর করা সাদা স্ট্যাম্প নিয়ে ৫ লাখ টাকা দাবি করেছে। তারা পূর্বে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ওপর দমন-নির্যাতন চালিয়েছে। আমরা তার কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করিনি। বর্তমানে ইসহাক মিয়া আওয়ামী লীগের পরিচয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী। মানববন্ধনে লিটন মিয়া, আব্দুল হাই রানা ও হাফিজ উদ্দিনসহ অনেকে বক্তব্য দেন। তাঁরা মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলার বাদী ইসহাক মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।