আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:
নাটোরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়েই মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (২২ জুন) জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জহুরা সিকদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী মান সনদ (সিএম লাইসেন্স) ব্যতীত বিভিন্ন ধরণের মিষ্টি যেমন—চমচম, রসগোল্লা, কালোজাম ইত্যাদি তৈরি ও বিক্রির অপরাধে নিচাবাজার এলাকার শিলা মিষ্টি বাড়ি এবং আলাইপুর এলাকার মৌচাক মিষ্টি ভাণ্ডার-কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জরিমানা ছাড়াও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএসটিআই অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।