1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নান্দাইলে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীতে চিরুনি অভিযানে গ্রেফতার ৬০: দুই থানার যৌথ অভিযান, চুরি-ছিনতাই-চাঁদাবাজির বিরুদ্ধে কড়া বার্তা রাণীনগরে যুবদলের সভা অনুষ্ঠিত, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জে দশানী নদীতে অভিযানে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস! নালিতাবাড়ীতে কলেজে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আটক ১৮ নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার: পরিবারে শোকের ছায়া রাজপথ কাঁপালো বাঘা বিএনপি: তারেক রহমানকে কটুক্তি ও ক’ক’টে’ল হা’ম’লা’র প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মোটরসাইকেল শোডাউন ইসলামপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত: মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণ রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজপথ কাঁপালো বাঘা বিএনপি: তারেক রহমানকে কটুক্তি ও ক’ক’টে’ল হা’ম’লা’র প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মোটরসাইকেল শোডাউন

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর বাঘায় উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে এক হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিক্ষোভ মিছিল ও শোডাউনে নেতৃত্ব দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর তৌফিকুল ইসলাম (তফি), সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রনজু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিএনপি নেতা সালেহ আহমেদ (সালাম), শফিকুল ইসলাম (শফি), যুবদল নেতা তানভির ফাইসাল তুর্য প্রমুখ।

বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তারা অভিযোগ করেন, এই ধরনের ঘটনার মাধ্যমে আন্দোলন দমন করা যাবে না, বরং তা আরও জোরদার হবে। বক্তারা জামায়াত-শিবির চক্রকে এই ঘটনার জন্য দায়ী করে বলেন, এসব চক্রান্তের জবাব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও ষড়যন্ত্রে যারা জড়িত তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধীর শাস্তি হোক দৃষ্টান্তমূলক, এটাই দেশের মানুষের চাওয়া।

শোডাউন শেষে নেতারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র হরণ করে দেশকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তারা আন্দোলনের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, অব্যাহত দমন-পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘা বিএনপি রাজপথে থেকেই প্রতিরোধ গড়ে তুলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট