মশিউর রহমান টুটুল: (জামালপুর)
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় জাতীয় পার্টি নেতাকর্মীরা উপস্থিত থেকে সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লু রহমান বিপু, উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ফেরদৌস সরকার, সাইফুল ইসলাম আরজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকোনুজ্জামান সবুজ, সদস্য সাফি, জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক আবু তাহের, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মমতাজ ফকির, উপজেলা শাখার সহ-সভাপতি জুয়েল সরকার, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জামাল খান ও খালেক ফজলুল সর্দারসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ ও দেশের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। তাঁর শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর আদর্শ বাস্তবায়নে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লু রহমান বিপু বলেন, “গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা এরশাদ স্যারকে। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন ধৈর্য ও নিষ্ঠার সাথে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে যাব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হানাহানি না করে হাতে-হাত মিলিয়ে মরহুম এরশাদের দেখানো পথ অনুসরণ করাই আমাদের মূল লক্ষ্য।”
এসময় নেতারা দলের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দলকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
শেষে, মরহুম এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং গরীব-দুঃখীদের মাঝে তবারক বিতরণ করা হয়।