1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে যুবদল নেতা হোসেন আলীকে বহিষ্কার: চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত বাকেরগঞ্জে চরামদ্দি ও চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত রাজশাহীর বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি: জনগণের সেবাপ্রতিষ্ঠানে নির্মম আঘাত নালিতাবাড়ীতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারাকে গণসংবর্ধনা, নেতাকর্মীদের ঢল “আমার দেশ” সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের রুহের মাগফিরাত কামনায় বাকেরগঞ্জে দোয়া-মিলাদ কাঁঠালের উপকারিতা: সুস্বাদু ফলের ভেতরে লুকানো পুষ্টির ভাণ্ডার রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়ায় শতবর্ষী কাঁচা সড়ক যেন অভিশাপ: চরম জনদুর্ভোগেও নিরব প্রশাসন রাজশাহীতে ভূয়া পুলিশ পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, মূলহোতা গ্রেফতার শেরপুরে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর ঐতিহ্যবাহী নীল কুঠিতে হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

শেরপুরে যুবদল নেতা হোসেন আলীকে বহিষ্কার: চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে
শেরপুর যুবদল নেতা হোসেন আলীর বহিষ্কারের ঘোষণাপত্র ও নেতাকর্মীদের প্রতিক্রিয়া
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত শেরপুর যুবদল নেতা হোসেন আলীকে নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর সংবাদপত্রে প্রতিক্রিয়া

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রোববার (১৩ জুলাই) সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হোসেন আলী দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এবং এ সংক্রান্ত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এই সিদ্ধান্ত ঘোষণার পরই জেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের মাঝে স্বস্তির বাতাস বইতে শুরু করে। দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ অসন্তোষ ও দ্বন্দ্ব নিরসনে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতারুল ইসলাম আতা বলেন, “হোসেন আলীর কর্মকাণ্ডে আমরা বহুবার বিব্রত হয়েছি। দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে বহুবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন আসেনি। কেন্দ্রীয় সিদ্ধান্ত যথাসময়ে ও প্রশংসনীয়।”

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক নেতা পারভেজ আহমেদ বলেন, “চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত কেউ দলীয় ছত্রছায়ায় থাকতে পারে না। কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা উৎসাহিত এবং আশ্বস্ত হয়েছি। এটি যুবদলের শুদ্ধি অভিযানের অংশ।”

এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী বলেন, “রাজনীতিতে নীতি ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। অপরাধ করে কেউ দলের ছত্রছায়ায় থাকতে পারে না। হোসেন আলীকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি সংশোধন হননি। বহিষ্কারটি স্বস্তিদায়ক ও সময়োপযোগী।”

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, “যুবদলের এ সিদ্ধান্ত দলীয় ঐক্য পুনর্গঠনের পথ সুগম করবে। দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এটি একটি ইতিবাচক পদক্ষেপ।”

দলীয় সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ বলেন, “দলীয় পরিচয়ের অপব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। কেন্দ্রের এই কঠোর বার্তা দলের ভাবমূর্তি রক্ষা এবং নেতাকর্মীদের নৈতিক অবস্থান বজায় রাখতে সহায়ক।”

নেতাকর্মীদের মতে, হোসেন আলীকে বহিষ্কারের মধ্য দিয়ে শেরপুরে যুবদলের শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, এটি কেবল একটি শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং একটি শক্ত বার্তা—দলীয় পরিচয়ের আড়ালে অপরাধ করলে কেউই রেহাই পাবে না।

এ সিদ্ধান্তে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে কেউ বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আগে ভাববে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট