1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নান্দাইলে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীতে চিরুনি অভিযানে গ্রেফতার ৬০: দুই থানার যৌথ অভিযান, চুরি-ছিনতাই-চাঁদাবাজির বিরুদ্ধে কড়া বার্তা রাণীনগরে যুবদলের সভা অনুষ্ঠিত, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জে দশানী নদীতে অভিযানে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস! নালিতাবাড়ীতে কলেজে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আটক ১৮ নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার: পরিবারে শোকের ছায়া রাজপথ কাঁপালো বাঘা বিএনপি: তারেক রহমানকে কটুক্তি ও ক’ক’টে’ল হা’ম’লা’র প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মোটরসাইকেল শোডাউন ইসলামপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত: মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণ রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থী নিহত, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
তিন শিশুর লাশবাহী অ্যাম্বুলেন্স, শোকার্ত পরিবার ও ঘাতক মাইক্রোবাস আটক
ঝিনাইগাতীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় নিহত তিন মাদ্রাসা শিক্ষার্থী — শোকাহত পরিবার ও আটক ঘাতক চালক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা, যাতে প্রাণ হারিয়েছে তিনজন কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থী। নিহতরা হলো — সাকিবুল (৮), জাকারিয়া (৯) ও আমিন (৭)। এরা সবাই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

ঘটনাটি ঘটে রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড় রাংটিয়া এলাকার পাতার মোড় নামক স্থানে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল তিন শিশু শিক্ষার্থী। এমন সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা তাদের ওপর উঠে যায়। মাইক্রোবাসটি বরযাত্রী বহন করছিল এবং চালক সাইদুল নামের এক ব্যক্তি ছিলেন স্টিয়ারিংয়ে।

প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

অপর আহত শিক্ষার্থী আমিনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ভাগ্য সহায় হয়নি আমিনেরও। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে তিন শিশুর প্রাণহানিতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

নিহত তিন শিশুর পরিবারে চলছে এখন শোকের মাতম। সাকিবুল, জাকারিয়া ও আমিনের বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীরাও শোকাহত। এমন দুর্ঘটনার জন্য এলাকাবাসী বেপরোয়া গাড়িচালক এবং সড়কে নিরাপত্তাহীনতাকে দায়ী করছেন।

এদিকে ঘটনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ঘাতক মাইক্রোবাসটিকে ধাওয়া দিয়ে আটক করে এবং চালক সাইদুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ বর্তমানে মাইক্রোবাস ও চালককে থানায় হেফাজতে রেখেছে।

ঘটনার বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এলাকাবাসীর সহায়তায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করা হবে।”

তিনি আরও জানান, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না। এমন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

মর্মান্তিক এ ঘটনায় শুধু পরিবার নয়, পুরো এলাকা ও শিক্ষাঙ্গনও শোকাহত। নিহত তিন শিক্ষার্থী পড়ত স্থানীয় হেফজ বিভাগে। তারা নিয়মিত পড়াশোনা করত এবং অত্যন্ত নম্র-ভদ্র ও ধার্মিক ছিল বলে জানান মাদ্রাসার শিক্ষক ও প্রতিবেশীরা।

এ বিষয়ে মারকাযুত তাকওয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, “আমরা আমাদের তিনজন সোনার ছেলেকে হারালাম। এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। তারা খুব ভালোভাবে কুরআন মুখস্থ করছিল, তাদের মাঝে আল্লাহভীতির গুণ ছিল। এমন মৃত্যু খুবই কষ্টদায়ক।”

শেরপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকেও শোক প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাহেল ইসলাম এক বার্তায় বলেন, “এই ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। সড়ক নিরাপত্তা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সড়ক দুর্ঘটনার ক্রমবর্ধমান হার এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার ফলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন সচেতন মহল। অনেকে বলছেন, গ্রামের ছোট রাস্তাগুলোতে বিয়ের গাড়ি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে দ্রুতগতিতে চলে, তা বন্ধ করা না গেলে এমন দুর্ঘটনা বাড়তেই থাকবে।

এদিকে, নিহতদের দাফন-কাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং স্থানীয় মসজিদে তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ঝিনাইগাতীজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শোক পালনের ঘোষণা এসেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে।

এই ঘটনায় একটি শিক্ষণীয় বার্তা স্পষ্ট — সড়কে গতি নিয়ন্ত্রণ, সচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে ভবিষ্যতেও এমন ট্র্যাজেডি ঘটতে থাকবে। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, প্রশাসনের কঠোরতা এবং চালকদের জবাবদিহিতা নিশ্চিত করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট