আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা। শনিবার (১২ জুলাই) উপজেলার চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাব প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মাঠপর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে মাটি পরীক্ষাভিত্তিক প্রযুক্তির প্রয়োগ এবং এসআরডিআই উদ্ভাবিত কার্যকর কৌশলসমূহ বাস্তবায়নের উদ্দেশ্যে আয়োজিত এ সভায় কৃষকদের সরাসরি মতামত শোনা হয় এবং নতুন প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এসআরডিআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (CSO) ড. মোহাম্মদ শওকতুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিআই’র মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআরডিআই-এর CSO মোঃ মামুনুর রহমান, পিএসও জয়নাল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
সভাটি সঞ্চালনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসআরডিআই’র পিএসও আ.খ.ম মুর্শেদুর রহমান। আলোচনায় তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর চাষাবাদে মাটির গুণাগুণ ও উপযোগিতা যাচাই করে সার প্রয়োগ করলে উৎপাদন যেমন বাড়ে, খরচও কমে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাবের সভাপতি খন্দকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফসহ স্থানীয় ৪৫ জন কৃষক ও মৃত্তিকা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় কৃষকদের উদ্দেশ্যে মাটির গঠন, গুণমান যাচাই, সারের সঠিক ব্যবহার, জৈব সার প্রয়োগ, জমির উর্বরতা রক্ষা এবং টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়।
এই মতবিনিময় সভার মাধ্যমে কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে মাটি-ভিত্তিক চাষাবাদকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখছে এসআরডিআই।