শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ড, ঢাপরকাঠী শাখায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মোঃ সাদ চৌধুরী
সাধারণ সম্পাদক: ফয়সাল হাওলাদার
সাংগঠনিক সম্পাদক: হুসাইন
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, যুব নেতা নাসির উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কমিটি ইসলামী আদর্শে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।” তারা জানান, ইনশাআল্লাহ আগামী দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
তারা আহ্বান জানান— আসুন, ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করি।