আবুল হাশেম, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘা উপজেলার বিশিষ্ট ছাত্রদল নেতা মোঃ সোহেল রানা গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘ ১২ বছর ধরে কিডনি রোগে ভুগছেন এবং ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে দু’দিন করে ডায়ালাইসিস নিচ্ছেন।
ছাত্রদল নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন—
সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল (বাঘা সরকারি শাহ্দৌল্লাহ ডিগ্রি কলেজ শাখা)
সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল (বাঘা উপজেলা শাখা)
সাবেক সিনিয়র সহ-সভাপতি, ছাত্রদল (রাজশাহী জেলা শাখা)
ফ্যাসিস্ট সরকারের সময় তিনি একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার শিকার হয়ে কারাভোগ করেন। বর্তমানে অসুস্থ অবস্থায় থেকেও তিনি রাজনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তার আশু সুস্থতার জন্য বিএনপি ও ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। তিনি আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে এসে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।