মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে উনিশ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় ভারতীয় প্রসাধনী পণ্যের একটি বড় চালান পাচারের গোপন তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় ‘পন্ডস’ ফেইস ওয়াশ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২৯ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, আটককৃত পণ্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য অবৈধভাবে পাচারের অভিযোগ রয়েছে। তবে বিজিবির নিয়মিত অভিযানে এসব চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।