জামালপুর |
আজ বুধবার (০৯ জুলাই ২০২৫) বেলা ১১টায় জামালপুর পুলিশ লাইন্স ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভার শুরুতে পূর্ববর্তী মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। পরে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার কার্যক্রম, মুলতবি মামলার অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলার হালনাগাদ অগ্রগতি এবং গোয়েন্দা তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিবি, ডিআইও, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টরসহ অন্যান্য ইউনিট প্রধানগণ।
সভাটি ছিল জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ।