পঞ্চগড়ের সাতমেড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মনছুর আলী। তিনি আইনজীবী পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ করেন।
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত একটি মারামারির ঘটনার জেরে এক পরিবারের ওপর হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার নিজ এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনছুর আলী। তিনি বলেন, “গত ১ জুলাই আমার ছেলে ও তার সহপাঠীরা তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গেলে স্থানীয় আইনজীবী সনেট হোসেনের ভাতিজার সঙ্গে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে আইনজীবী সনেট হোসেনের লোকজন আমার বাড়িতে হামলা চালায়। পরে তারা আদালতে আমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে।”
তিনি আরও অভিযোগ করেন, “সনেট হোসেন ও তার ভাইয়েরা সবাই আইনজীবী হওয়ায়, মামলার শুনানিতে আমাদের পক্ষের কোনো আইনজীবীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দেবনগড়ের মাগুরমারী চৌরাস্তা বাজারে আমার বিরুদ্ধে ‘কোটিপতি কালোটাকা ব্যবসায়ী’, ‘ভূমিদস্যু’সহ নানা অপপ্রচার করে মানববন্ধন করেছে সনেট হোসেনের পরিবার।”
সংবাদ সম্মেলনে মনছুর আলীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম ও প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনসহ অনেকে উপস্থিত থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, মনছুর আলী সাতমেরা এলাকার কফিল উদ্দিনের ছেলে এবং সনেট হোসেন পঞ্চগড় জেলার রায়পাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে ও জেলা জজ কোর্টের আইনজীবী।