টাঙ্গাইলের মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে কৃষি ও পরিবেশ বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। ইউএনওসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে কৃষি ও পরিবেশ সংক্রান্ত জনসচেতনতামূলক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মধুপুর পৌর শহরের আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৈমুর ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এবং আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান শহীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসার সুপার মোহাম্মদ মহসিন। সেমিনারে ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থী ও ক্লাব সদস্যরা অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে।