মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে মাদকজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের সময় দুই যুবককে হাতেনাতে আটক করে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার শেখহাটি মহল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লার মো. আফিল উদ্দিনের ছেলে মো. ফকির বাদশা (২২) এবং নারায়ণপুর মহল্লার মৃত লোটনের ছেলে মো. তমাল (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেখহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফকির বাদশার বাড়ি সংলগ্ন স্থানে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের সময় ফকির বাদশা ও তমালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়।
শেরপুর সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক আসামিদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”