আশরাফুল ইসলাম, গাইবান্ধা :
জুলাই মাসের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ মাঠ ও অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচির অংশ হিসেবে কলেজ মাঠ ও প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে চারা বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হামিদ কলিম। তিনি ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি পরিবেশ সচেতনতামূলক আন্দোলন, যা প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব মাজিদুল সরকার মাজেদ, হোসেনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজুল ইসলাম মিজুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।
পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।