মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার হাজিরঘাট ব্রিজ এলাকায় পূর্ব শত্রুতার জেরে শতাধিক আকাশমণি ও ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সৎ ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক আব্দুস সাত্তার।
ভুক্তভোগী আব্দুস সাত্তার জানান, তিন বছর আগে তিনি নিজ জমিতে এসব গাছ রোপণ করেছিলেন। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার সৎ ভাই ও পরিবারের সদস্যরা বিকালে তার বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দেয় এবং পরে তার রোপণকৃত শতাধিক গাছ কেটে বাড়িতে নিয়ে যায়।
তিনি আরও বলেন, “আমি একা মানুষ, তারা জোরপূর্বক আমার জমি দখল করে খাচ্ছে। এখন আবার আমার রোপণ করা মূল্যবান গাছও কেটে নিয়ে গেছে। আমি আইনের আশ্রয় চাই।”
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া জানান, ১০-১৫ জন মিলে গাছগুলো কেটে ফেলেছে। ঘটনাটি তিনি নিজে প্রত্যক্ষ করেছেন।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নূরু বলেন, “বিষয়টি আমি শুনেছি। ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।”
ভুক্তভোগী এখন ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।