মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সরকারের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্লিপটাস ও আকাশমণি গাছের চারা। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান, সহ-সভাপতি মো. ফজলুল হকসহ বিভিন্ন নার্সারির মালিকগণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইউক্লিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর ও ‘রাক্ষুসে গাছ’ হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারিভাবে এসব চারা রোপণে নিষেধাজ্ঞা রয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলায় অবস্থিত ২৯টি নার্সারি থেকে সংগৃহীত ১ লাখ ২৭ হাজার চারা নিধনের জন্য প্রস্তাব পাঠানো হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রণোদনার আওতায় প্রথম ধাপে ৪৫ হাজার চারা ধ্বংস করা হয়, প্রতি চারার জন্য ৪ টাকা হারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নার্সারি মালিক সমিতির সহ-সভাপতি মো. ফজলুল হক বলেন, “আমরা সরকারের নির্দেশনা মেনে চলছি এবং ভবিষ্যতে এই জাতীয় পরিবেশবিরোধী চারা উৎপাদন ও বিক্রয় থেকে বিরত থাকব।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, “এ ধরনের চারা ও গাছ এখনো উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে। সেগুলো নিজ উদ্যোগে ধ্বংস করে ফেলতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”