আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সংগঠনের পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
৪ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান।
সভায় রাজশাহীতে সাংবাদিক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানকে স্বাগত জানিয়ে বলা হয়, “রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুকে গ্রেফতার যথেষ্ট নয়, তার দোসরদেরও অবিলম্বে গ্রেফতার করে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন ও মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আলামিন, পাঠাগার সম্পাদক সুরুজ আলী এবং কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, রেজাউল করিম, রাজিব আলী রাতুল, মো. রাউফ উদ্দিন রাফি ও মশিউর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ রাজশাহী প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, রাজশাহী প্রেসক্লাব ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তারা।