মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের পাঁচবিবিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইটকে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলটি পাঁচবিবি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর পার্কে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। নেতাকর্মীরা জিয়ার আদর্শের সৈনিক রাইটের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন।
পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, আহ্বায়ক সেলিম রেজা ডিউক, প্রভাষক মোঃ আহসান হাবিব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া পরিষদ, মহিলা দলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন,
“রাজনৈতিকভাবে হেনস্তা করতে রাইটের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে তার নাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি।”
তারা আরও বলেন,
“একজন জনপ্রিয় ও ত্যাগী নেতার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রজনিত মামলা জনগণের প্রতি সরকারের চরম অবিচার। গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।”
বক্তারা এই মামলা প্রত্যাহার না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়ে সমাবেশ শেষ করেন।