আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা শাখার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি বিশেষ টিম।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল এলাকার পদ-হারবাইদ থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সাথীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এর মধ্যে গাজীপুরার স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সূত্রে তার অবস্থান শনাক্ত করা হয়।
গ্রেফতারের পর তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় সিরাজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, গত ৬ জুলাই গাজীপুর মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের চার নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি এবং দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে সিরাজুল ইসলাম সাথীর নামও রয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
বহিষ্কারের পর থেকেই সাথী আত্মগোপনে ছিলেন। তবে র্যাবের দীর্ঘ নজরদারির মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বিচারাধীন রয়েছে এবং অন্যান্য অভিযোগ নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।