1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে যুবদল নেতা হোসেন আলীকে বহিষ্কার: চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত বাকেরগঞ্জে চরামদ্দি ও চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত রাজশাহীর বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি: জনগণের সেবাপ্রতিষ্ঠানে নির্মম আঘাত নালিতাবাড়ীতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারাকে গণসংবর্ধনা, নেতাকর্মীদের ঢল “আমার দেশ” সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের রুহের মাগফিরাত কামনায় বাকেরগঞ্জে দোয়া-মিলাদ কাঁঠালের উপকারিতা: সুস্বাদু ফলের ভেতরে লুকানো পুষ্টির ভাণ্ডার রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়ায় শতবর্ষী কাঁচা সড়ক যেন অভিশাপ: চরম জনদুর্ভোগেও নিরব প্রশাসন রাজশাহীতে ভূয়া পুলিশ পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, মূলহোতা গ্রেফতার শেরপুরে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর ঐতিহ্যবাহী নীল কুঠিতে হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন লালনকন্যা সালমা

“আমার দেশ” সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের রুহের মাগফিরাত কামনায় বাকেরগঞ্জে দোয়া-মিলাদ

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
দোয়া-মাহফিলে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা মোনাজাতে অংশ নিচ্ছেন
বাকেরগঞ্জে অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে অংশ নিচ্ছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও নেতৃবৃন্দ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খানকায়ে মোহেব্বিয়া ছালেহিয়া দারুসসুন্নাত দীনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দোয়া-মিলাদ মাহফিল। এই আয়োজনে “আমার দেশ” পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

রবিবার (১৩ জুলাই) বাদ জোহর বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল। দোয়ার পূর্বে মরহুমার কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে অবদান স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, যার আদর্শ ও জীবন দর্শন দেশের শিক্ষানুরাগী সমাজে এখনো প্রেরণা জোগায়। তাঁর মৃত্যুতে দেশ হারিয়েছে এক আদর্শ মা, সমাজপতি এবং শিক্ষাজীবনের আলোকবর্তিকা। এ উপলক্ষে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাপ্তাহিক মহাকাল পত্রিকার সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌনিশ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি মোঃ মাসুদ সিকদার, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, মাই টিভির মোঃ মিজানুর রহমান, মোহনা টিভির সাখাওয়াত হোসেন, দৈনিক ভোরের ডাকের জাহিদুল ইসলাম, দৈনিক দক্ষিণবঙ্গের প্রতিনিধি এইচ এম কামাল মৃধা এবং তালাশ বিডির মোঃ আশিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

মাহফিল শেষে উপস্থিত সবাই মরহুমা মাহমুদা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার পরিচালক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ আবদুর রহিম।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম শুধু একজন মমতাময়ী মা-ই ছিলেন না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে ভরপুর এক ব্যতিক্রমী নারী ছিলেন। তার আদর্শ ও জীবন দর্শন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের ব্যক্তিত্ব আজকের সমাজে বিরল।

এই দোয়া মাহফিল যেন এক প্রকার শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠেছিল মরহুমার প্রতি, যার স্মৃতি ও অবদান দীর্ঘদিন সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট