বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে দুইটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউনিয়ন পর্যায়ের সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক উপায়ে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করে চরামদ্দি এবং চরাদী ইউনিয়ন বিএনপি।
শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় চরামদ্দি ইউনিয়নের ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ডেলিগেট সদস্যের মধ্যে ৪৪৬ জন ভোটার ৩টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়:
সভাপতি: শহিদুল ইসলাম মোহন মাষ্টার (২৫৩ ভোট)
সাধারণ সম্পাদক: মনির হোসেন হাওলাদার (৩৪৭ ভোট)
সাংগঠনিক সম্পাদক: সফিকুল ইসলাম মোহন (২৩৯ ভোট)
একই দিন সন্ধ্যা ৬টায় চরাদী ইউনিয়নের শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন। এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. ফরিদুল ইসলাম ফরিদকে সভাপতি, এডভোকেট জাকির ডাকুয়াকে সাধারণ সম্পাদক এবং এইচ এম সোহাগকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
দুই সম্মেলনেই বিএনপির নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
চরাদী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন।
সম্মেলনের সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির ১নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, হারুন শিকদার, জিয়াউল আহসান জুয়েল, মিজানুর রহমান চুন্নু, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, এডভোকেট জিন্নাহ রথি, কাজী শাহ আলম প্রমুখ।
এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপিকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও সুসংগঠিত করে গড়ে তুলতে হবে, যার ভিত্তি আজ ইউনিয়ন পর্যায় থেকে রচিত হচ্ছে।
সম্মেলন শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূলে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।