মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এবং সম্প্রতি মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলিম মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানকে নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যাচার, মানহানিকর অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাঁরা বলেন, “তারেক রহমান দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাকে হেয় করার এই অপচেষ্টা জনগণ মেনে নেবে না।” এছাড়াও দেশে ক্রমাবনত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টির চেষ্টারও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং সঞ্চালনা করেন তিনি নিজেই। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লেয়াকত আলী ভুট্টো, মিজানুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ, পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, বদলকোট ইউনিয়নের সভাপতি নূর নবী চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হোসেন।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, সাইফুল আজম জগলু, শফিকুল বাশার বাবুল, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান বেপারীসহ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে বলেন, “জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা-হামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ দেশে হত্যাকাণ্ডসহ নানা অপরাধ দিন দিন বেড়েই চলেছে।”
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা তারা সহ্য করবে না এবং ভবিষ্যতে যদি এমন কোনো অপচেষ্টা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।