1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ নান্দাইলে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীতে চিরুনি অভিযানে গ্রেফতার ৬০: দুই থানার যৌথ অভিযান, চুরি-ছিনতাই-চাঁদাবাজির বিরুদ্ধে কড়া বার্তা রাণীনগরে যুবদলের সভা অনুষ্ঠিত, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জে দশানী নদীতে অভিযানে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস! নালিতাবাড়ীতে কলেজে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আটক ১৮ নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার: পরিবারে শোকের ছায়া রাজপথ কাঁপালো বাঘা বিএনপি: তারেক রহমানকে কটুক্তি ও ক’ক’টে’ল হা’ম’লা’র প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মোটরসাইকেল শোডাউন ইসলামপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত: মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণ রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নান্দাইলে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

জুলাই মাসে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলি ও বীর শহীদদের স্মরণে প্রতি বছর নান্দাইলে আয়োজন করা হয় “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠান। ২০২৫ সালের আয়োজনকে আরও সফল ও সুশৃঙ্খল করতে এ বছর বিশেষ প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান। তিনি বলেন, “জুলাই পুনর্জাগরণ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের ইতিহাস জানাতে পারি।”

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা।

রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নান্দাইল শাখার আমীর কাজী শামছুদ্দীন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা পল্লব রায় এবং এনসিপির যুগ্ম-মুখ্যসমন্বয়ক আশেকিন আলম রাজন।

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, দিনকাল প্রতিনিধি এবি সিদ্দিক খসরু এবং যুগান্তর প্রতিনিধি শামস ই-তাবরীজ রায়হান।

সভায় অংশগ্রহণকারী অতিথিরা আশা প্রকাশ করেন, ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ আয়োজনটি যেন একটি ব্যতিক্রমধর্মী ও জনসম্পৃক্ত অনুষ্ঠান হিসেবে স্মরণীয় হয়ে থাকে। তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শহিদ স্মরণ সভা, প্রদীপ প্রজ্বলন, মুক্ত আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মতো কার্যক্রম যুক্ত করার প্রস্তাব দেন।

এছাড়া নিহত পরিবারের পক্ষ থেকে সাদী ও আব্দুল আজিজ কুসুম সভায় বক্তব্য দেন এবং শহীদদের স্মরণে অনুষ্ঠানে বিশেষ সম্মান প্রদানের অনুরোধ জানান।

সভা শেষে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “এই অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটা নান্দাইলের জনচেতনাকে উজ্জীবিত করার একটি অনন্য সুযোগ। আমরা সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই অনুষ্ঠানটি আয়োজন করবো।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট