মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তাঁকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম ও বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল।
দশানী নদীতে এক শ্রেণির অসাধু জেলে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রিং জাল ব্যবহার করে মাছ নিধন করে আসছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের। এসব জাল দিয়ে শুধু প্রাপ্তবয়স্ক মাছই নয়, ডিমওয়ালা ও ছোট মাছও নির্বিচারে ধরা হয়। ফলে নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন হুমকির মুখে পড়ে।
অভিযানে জব্দ করা ৪০টি রিং জাল নদীর পাড়েই আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনসাধারণকে নিষিদ্ধ জাল ব্যবহার না করার জন্য সচেতন করার আহ্বান জানানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, “নদীতে অবৈধ রিং জাল ব্যবহার করে মাছ শিকার পুরো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, “রিং জালের বিস্তার রোধে শুধু প্রশাসন নয়, স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা প্রয়োজন। জেলেদের বিকল্প জীবিকার জন্য সরকারের সহায়তা কর্মসূচি রয়েছে, তারা যেনো সেদিকেই এগিয়ে আসে।”
অভিযানের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে মাছের প্রজনন মৌসুমে যেন কোনোভাবে অবৈধ জাল ব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি চলবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।