রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবদলের আয়োজনে এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা যুবদল ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ আলী মন্ডল, মাজেদুল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, রাজু, আনোয়ারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে দলের সক্রিয় ভূমিকা ও প্রস্তুতির বিষয়েও আলোচনা করেন। তারা যুব সমাজকে দলীয় আদর্শে উদ্বুদ্ধ করে রাজনীতিতে সক্রিয় করার ওপর জোর দেন।
সভা শেষে যুবদলের নেতাকর্মীরা সাম্প্রতিক কিছু ইস্যুতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, কিছু গুপ্ত সংগঠন দেশজুড়ে গোপন তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। সেই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় তীব্র নিন্দা জানান এবং এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এক প্রতিবাদ সভা করেন।
উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় দলীয়ভাবে আরও সচেতন ও সংগঠিত ভূমিকা রাখবে যুবদল।