মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ও চরফকিরা ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। নিহত শিশুরা হলেন মো. ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮)।
নিহত তামিম চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপরদিকে, ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রশীদ মাঝির বাড়ির মো. ওয়াসিমের ছেলে এবং মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পৃথকভাবে ঘটে দুর্ঘটনা দুটি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম কয়েকদিন আগে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে ফুফুর বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
অন্যদিকে একই দিন সকালে ইয়াসিন মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদরাসার কাছাকাছি পৌঁছালে রাস্তা পারাপারের সময় আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের পরিবারে শোকের মাতম
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। শিশু তামিমের এক আত্মীয় বলেন, “বাড়িতে আনন্দ করতে এসেছিল তামিম। কে জানতো এই আনন্দটাই ওর জীবনের শেষ স্মৃতি হবে।”
পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের ক্ষোভ ও দাবি
দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো নিয়ম না মেনে বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তার পাশে স্কুল-মাদরাসা থাকা সত্ত্বেও নেই কোনো স্পিড ব্রেকার বা ট্রাফিক ব্যবস্থাপনা।
স্থানীয়রা অবিলম্বে এসব যানবাহনের গতির নিয়ন্ত্রণ এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।