আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবনের অপরাধে রনি মিয়া (৩৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গোবদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।
রনি মিয়া ওই এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে এর আগেও এলাকাবাসীর নিকট একাধিক অভিযোগ ছিল।
ঘটনার দিন দুপুরে রনির পরিবারের সদস্যরা মধুপুর থানা পুলিশকে জানান, রনি মাদক সেবনে লিপ্ত এবং বাড়ির পরিবেশ অস্থির করে তুলেছেন। অভিযোগ পাওয়ার পরপরই মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
পরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রনি মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে মধুপুর থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, “মাদক সেবন বা মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এলাকাবাসীর সহযোগিতায় আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা সে যেই হোক না কেন।”
এদিকে এই সাজা প্রদানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, “রনি মিয়ার বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ ছিল। আজ প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান নিয়মিত চলবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।