1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যারা নির্বাচন চায় না তারাই পিআর চায়”—নোয়াখালীতে ব্যারিস্টার খোকনের হুঁশিয়ারি, সৎ রাজনীতির আহ্বান পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার নওশাদ জমির: “আর অপেক্ষা নয়, মাঠে নামার সময় এসেছে” বাকেরগঞ্জে “ইখলাস” স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন: মানবতার পথে তারুণ্যের অঙ্গীকার বাঘায় চুরিসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি আটক, চিহ্নিত চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শেরপুর সীমান্তে আবারও ২১ জন রোহিঙ্গা পুশইন করলো ভারত: উদ্বেগে সীমান্তবাসী বিয়ের আড়ালে প্রতারণা: রাজশাহীতে আত্মগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার মধুপুরে লুডু খেলা নিয়ে বিরোধ, যুবককে ছু’’রি’’কা’’ঘা’’তে গুরুতর আহত গাজীপুরের শ্রীপুরে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, অভিযুক্ত শিক্ষককে সরানোর নির্দেশ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বাকেরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল মধুপুরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বাকেরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাকেরগঞ্জে বিএনপির দোয়া ও মোনাজাত – ২৪ জুলাই ২০২৫.
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাকেরগঞ্জে বিএনপির দোয়া ও মোনাজাত – ২৪ জুলাই ২০২৫.

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব বাকেরগঞ্জ বন্দরস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাজ্জেল হোসেন সিকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজা খান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শওকত খান, আবুবকর পাভেল এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিথুন প্রমুখ।

বক্তারা বলেন, “উত্তরায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। এমন দুর্ঘটনা আমাদেরকে ভাবিয়ে তোলে—সুরক্ষা ও দায়িত্ববোধ কতটা জরুরি।” তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

পরবর্তীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অহিদুল ইসলাম। দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন এবং সকলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আইএসপিআর সূত্র অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপি নেতারা বলেন, “দেশের যেকোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। আমরা শুধু রাজনীতি করি না, মানুষের কল্যাণেও কাজ করি।”

এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর সংবেদনশীলতা ও মানবিক দায়বদ্ধতার পরিচয় পাওয়া গেছে। দোয়া মাহফিল শেষে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট