শাহিন হাওলাদার
বরিশাল প্রতিনিধি
“জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধ” — এই প্রতিপাদ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দার, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাংবাদিক জাকির জোমাদ্দার, জিয়াউল হক জিয়া, এস এম পলাশ, বেল্লাল হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশন ও ‘জুলাই শহীদদের’ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সবাই সম্মিলিতভাবে সমাজ উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
শপথ পাঠ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা জুলাই মাসের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন—এই মাস শুধু স্মরণ নয়, নতুন করে সমাজ পরিবর্তনের অঙ্গীকার গ্রহণের সময়।
পরে শুরু হয় সেবা মেলা। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিশেষ করে সমাজসেবা, মহিলা বিষয়ক, কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ইত্যাদি দপ্তরের তথ্য ও পরামর্শ সেবার স্টল স্থাপন করা হয়। সাধারণ মানুষ সেখানে সরাসরি প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।
এই আয়োজনের মাধ্যমে সমাজ গঠনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।