মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চাটখিল মেইন রোডে অবস্থিত আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ কাজল (৪০)। তিনি কক্সবাজার সদর থানার খরুলিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। তার মায়ের নাম গোলবাহার। জানা যায়, কাজল বর্তমানে মনসুর আলমের বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, চাটখিল থানার এসআই নয়ন চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আনিতাশ ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন কাজলকে চ্যালেঞ্জ করা হয় এবং দেহ তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে মোট ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসা হয় এবং শনিবার (২৬ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে নোয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে। অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।”
গ্রেফতারকৃত কাজলের বিরুদ্ধে চাটখিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ২৬/০৭/২০২৫। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, চাটখিল উপজেলা ও আশপাশের এলাকায় মাদক বিস্তারের শঙ্কা বেড়ে যাওয়ায় সম্প্রতি পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের এই ধরনের তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি তৈরি করেছে।