1. admin@newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন বাঘায় দুই সন্তানের জননীর আত্মহত্যা, তদন্তে পুলিশ বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নান্দাইলের আচারগাঁওয়ে গ্রামীণ রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী রাণীনগরের কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আবুল কালাম কৈজুরী স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাণীনগরে পারইল হাটের অবৈধ দখলে থাকা শেড দখলমুক্ত করলো প্রশাসন টিকটক কনটেন্ট বানাতে গিয়ে গৃহিণীর মর্মান্তিক মৃত্যু, গাজীপুরে চাঞ্চল্য কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে এইচ এম হাসান ইমাম খোকন ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্নপূরণের পথে পঞ্চগড়ে শেষ হলো ৫ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

পাঁচবিবিতে পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

নিউজ গ্রামবাংলা ডেস্ক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
ছবি প্রতিনিধি

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা। ১০ জুন ২০২৫, মঙ্গলবার সকাল ৯টায় পাঁচবিবি ডিগ্রী কলেজের হলরুমে আয়োজনটি সম্পন্ন হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারী মোঃ গোলাম রব্বানী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ। তিনি ঈদের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় ও স্থানীয় রাজনীতি, সাংগঠনিক কাঠামো এবং আগামীর করণীয় নিয়ে কর্মীদের দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার। তাঁরা সাংগঠনিক অগ্রগতি ও কর্মীদের আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী মোঃ মশিউর রহমান, পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মোঃ ইয়াহ ইয়া, পৌর পেশাজীবি বিভাগের সেক্রেটারী মোঃ ফারুক হোসেন, পৌর শ্রমিক কল্যানের সভাপতি মোঃ আব্দুর রহমান, মুহাব্বতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয়া, ধাপেরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, উচাই বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ দানিয়েল চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল মজিদ, সাবেক ছাত্র নেতা জাহিদুর রহমান অশ্রু ও শামিম সরদার প্রমুখ।

ঢাকা মহানগরী হাজারীবাগ থানা জামায়াতের সেক্রেটারী এডভোকেট জোবায়দুর রহমান বাবৃও উপস্থিত ছিলেন এবং ঢাকার রাজনীতিতে জামায়াতের অগ্রগতি ও কর্মপন্থা নিয়ে সংক্ষিপ্ত পরামর্শ প্রদান করেন।

সভায় বক্তারা ঈদের আনন্দকে আদর্শিক মিলনমেলায় রূপ দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে ঈদের মতো পারস্পরিক সম্প্রীতির সময়গুলোকে ব্যবহার করতে হবে। শৃঙ্খলা, দাওয়াত ও আদর্শিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সকল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত নিউজ গ্রামবাংলা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট